যুক্তরাষ্ট্রে এটিএম বুথে টাকা তুলতে গিয়ে গুলিতে নারী নিহত
যুক্তরাষ্ট্রে এটিএম বুথে টাকা তুলতে গিয়ে এক নারী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের শিকাগোতে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলির সময় ওই নারী গুলিবিদ্ধ হন।
মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলির সময় ওই নারী গুলিবিদ্ধ হন। পুলিশ বলছে, এটিএম বুথ থেকে টাকা তোলার সময় ওই নারী গুলিবিদ্ধ হন। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার দুজনের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এর মধ্যেই ওই নারীকে গুলি করা বন্দুকটি রয়েছে।
ওই নারীর পরিবার জানায়, বিল পরিশোধ করার জন্য তিনি বুথ থেকে টাকা উত্তোলন করছিলেন। এ সময় তাকে গুলি করে হত্যা করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন