যশোরের কেশবপুরে পদোন্নতিপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসারকে সংবর্ধনা প্রদান
যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন নড়াইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন। কেশবপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে পদোন্নতিপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন পদোন্নতিপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক আরশাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান সুমন।
কোষাধ্যক্ষ শিমুল হাসান, মহিলা বিষয়ক সম্পাদক তহমিনা খাতুন, ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহেল রানা, ফটো সাংবাদিক রনি হোসেন, শংকর কুমার দাস প্রমূখ। এ সময় উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে পদোন্নতিপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন