নেত্রকোণার মদনে বিভাগীয় কমিশনারের সুশাসন শীর্ষক মতবিনিময় সভা
নেত্রকোণা মদন উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ীবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে ২০২৩-২৪ অর্থ বছরে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে সুশাসন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মূল অনুষ্ঠান শুরু আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
সোমবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলা পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। সভাপতিত্ব করেন,জেলা প্রশাসক শাহেদ পারভেজ, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃহাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া, সহকারী কমিশনার ভূমি, এ,টি, এম আরিফ, পৌর মেয়র মোঃসাইফুল ইসলাম সাইফ, অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান, সঞ্চালনায় ছিলেন, কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরী তানিয়া মৌ।
সর্বশ্রেণী মানুষের উপস্থিততে প্রধান অতিথি বলেন, সকল কর্মকর্তাদের সঠিক ভাবে কাজ করার জন্য তিনি দিক- নির্দেশনা দেন,তিনি আরও বলেন, আমরা নিয়মিত কাজ করলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে সম্ভব হবে।ইউপি সচিব জনবলের সমস্যা সমাধানে আস্বস্ত করেন।
পরিশেষে তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফোটানোর খামারিদের জীবন মান উন্নয়ন ও” কুটুরিকোনা মডেলএর শুভ উদ্বোধন করেন। স্মার্ট সিটিজেনের শুভ উদ্বোধন ও হিজড়া সস্প্রদায়ের জীবন মান উন্নয়নের শুভ উদ্বোধন করেন।
এছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলার মুক্তি যোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন তালুকদার, তিয়শ্রী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি মাওলানা আনোয়ার হোসাইন, গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মোঃ মাইদুল ইসলাম খান মামুন, কাইটাইল ইউপি চেয়ারম্যান মোঃ সাফায়ত উল্লাহ রয়েল, ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার শফি, মদন ইউপি চেয়ারম্যান মোঃ খায়রুল ইসলাম আকন্দ,সহ গণমাধ্যম কর্মীগণ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন