নির্বাচনের তফসিল ঘোষণা করায় নরসিংদীতে আনন্দ মিছিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নরসিংদীর বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
তফসিল ঘোষণার পর বুধবার সন্ধ্যায় শিবপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শিবপুর বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহসিন নাজির ও সাধারণ সম্পাদক সামসুল আলম ভুঁইয়া রাখিলের নেতৃত্বে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেইট গিয়ে শেষ হয়।
অপরদিকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লার নির্দেশনায় শিবপুর উপজেলা যুবলীগ ও মহিলা আওযামী লীগের নেতৃত্বে আনন্দ মিছিল করা হয়। ঢাকা সিলেট মহাসড়কের ইটাখোলা মোড়ে এই আনন্দ মিছিল বের করেন তারা। একই সময় নরসিংদী শহর ও মাধবদী শহরে আনন্দ মিছিল বের করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন