লালমনিরহাটের হাতীবান্ধায় ভাতিজার বিরুদ্ধে চাচার জমি জবরদখলের অভিযোগ

লালমনিরহাটের হাতীবান্ধায় ভাতিজা জয়নাল আবেদীনের( ৪১) বিরুদ্ধে চাচার জমি জবরদখলের অভিযোগ উঠেছে। জয়নাল আবেদীন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের পূর্ব বিছনদই গ্রামের মৃত জাফর আলীর ছেলে।

সে তার চাচা আফজাল হোসেনের (৬২) রেকর্ডভূক্ত ২৪ শতাংশ জমি জবর দখল করে নিয়েছে।তিনি ও তার নিজস্ব লোকজন দিয়ে জমির মালিককে নানাভাবে হয়রানি, বাড়িঘরে ভাংচুর, অগ্গিসংযোগ ও কয়েকবার মারপিটও করেছেন। বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল আমলী আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। কিন্তু তার দাপট যেন কোনভাবেই কমছেনা এমন অভিযোগ ভূক্তভোগী অসহায় পরিবারটির।

আফজাল হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম জানান, আমার স্বামী আফজাল হোসেন ও জয়নাল আবেদীন সম্পর্কে চাচা ভাতিজা। ফলে বিআরএস খতিয়ান নং- ১১৬, দাগ নং- ১১৯০, ১১৯২, ১২০৬ মোট তিন দাগে জমির পরিমান ৩৩ শতাংশ। আফজাল হোসেন ও জয়নাল আবেদীন দুজনের নামে রেকর্ডভূক্ত হয়। আফজাল হোসেনের নামে মোট জমির ০.৭২৭ হিসেবে ২৪ শতাংশ ও জয়নাল আবেদীনের নামে মোট জমির ০.২৭৩ হিসেবে ৯ শতাংশ জমি রেকর্ডভূক্ত হয়েছে।

কিন্তু জয়নাল আবেদীন নিয়ম কানুন না মেনে পুরো ৩৩ শতাংশ জমি জবরদখল করে নেয়। বাধা দিতে গেলে তার ভাড়াটিয়া লোকজন দিয়ে আমাদের উপর হামলা চালায়। তার ও তার ভাড়াটিয়া লোকজনের হামলায় গত ১৪/০৫/২০২৩ ইং তারিখে আমি, আমার ছেলে মোতালেব ও মেয়ে আন্জুয়ারা গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছি।

এ বিষয়ে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত লালমনিরহাটে বিচারাধীন রয়েছে। কিন্তু জয়নুল আবেদীন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমার চাচা আফজাল হোসেনের নামে রেকর্ডভূক্ত জমি থেকে ৩ দলিলমূলে ১২ শতাংশ জমি ক্রয় করে নিয়েছি। এখানে তাদের জমি জবরদখলের প্রশ্ন আসেনা।