সবাই এক বাক্যে বলেছেন সুন্দর নির্বাচন হবে- নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, আগামী ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন যেন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন হয় সে কারণে আমি দিনাজপুরে এসেছি। এখানে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীফামারী জেলার মাঠ পর্যায়ের প্রশাসনের সঙ্গে প্রস্তুতিমূলক সভা করলাম। সবাই আমাকে আসস্ত করেছেন, নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
সামনে আরও ভাল হবে। সবাই এক বাক্যে বলেছেন সুন্দর নির্বাচন হবে। আমরা আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছি। এই কাজের ধারা অব্যাহত থাকবে। সে কোন মানুষ প্রার্থী হতে পারবেন। দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচনে প্রার্থী হতে পারবেন।
তিনি বলেন, আমাদের কোন সমস্যা নেই, চাপ নেই, আমরা চাপেও বিশ্বাসি না, আমাদের কোন চাপেই নেই। আমাদের যতটুকু করনিয়, যে ভাবে করনিয় সংবিধানকে সমুন্নত রেখে কাজ করে যাচ্ছি। বর্তমান আইন শৃংখরা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আমি নিজে ও প্রশাসনের সাবই এখানে এসেছি। কোন অসুবিধা হয়নি,এর থেকে বেশী কিছু কথা বলতে চাইনা। সামনে কি হবে, কেমন হবে আমি কিভাবে বলব, আশা করি যা আছে সামনে দিনে আরও ভাল হবে।
রাজনৈতিক কলের নির্বাচনে অংশ গ্রহণের ব্যাপরে তিনি বলেন,রাজনৈতিক দল কি করবে সেটা দলের ব্যাপার, দলের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই। কোন দলের সঙ্গে আমরা কোন মিটিংও ডাকিনি, সংলাপ হবে আমরা বলিনি এ পর্যন্তই। কে কোন ভাবে কি করবেন, কাকে প্রার্থী দিবেন এটা তাদের সিদ্ধান্ত, এতে আমাদের কোন ভূমিকা নাই।
সাংবাদিকদেন বাহন ও মোটর সাইকেল ব্যবহার সম্পর্কে তিনি বলেন, প্রশাসনকে বলা আছে যতটুকু প্রয়োজন তারা দেখে শুনে দিয়ে দিবেন। কোন বাধা নেই।
তিনি সাংবাদিকদের বলেন,সাংবাদিকরা সমাজের বড় একটা ভূমিকা পালন করেন,তথ্য কিন্তু আপনারাই তুলে আনেন। আমরা চাই কথায় কি ঘটছে, সংর্ঘষ হচ্ছে তা আপনাদের ক্যামেরায় তুলে আনবেন।
ভোটার উপন্থিতিতি বাড়ানোর সম্পর্কে কোন নিদের্শনা আছে কিনা সে সম্পর্কে তিনি বলেন, ভোটারদের উপস্তিতি বাড়ানো নির্বাচন অফিসার বা নির্বাচন কমিশনের কাজ না এটা আপনারা জানেন, তবে ভোটারদে উদ্ভুদ্ধ করা, উৎসাহিত করা, অনুপ্রাণীত করা আমাদের সকলের কাজ। ভোটারদের নিরাপত্তায় আগে আইনে শাস্তির কোন ব্যবসস্থা ছিলনা, এখন কিন্তু আইন সংশোধন করে কেউ যদি ভোটারদের ভোট দানে কেন্দ্রে আসতে বাধা দেয় সেটা কিন্তু শাস্তির আওতায় আনা হয়েছে।
যে কেউ বাধা দিলে আইনশৃংখলা বাহীনিকে জানালে তারা ব্যবস্থা নিবেন। এই শাস্তি মূলক ব্যবস্থা যদি প্রয়োগ হয় তাহলে কিন্তু ভোটারদের কেন্দ্রে ভোট প্রদানে কোন সমস্যা হবেনা। আমাদের যথেষ্ট স্বাধীনতা আছে, স্বাধীনভাবে কাজ করছি। আসুন আমরা সবাই নিয়ম মেনে একটি সুন্দর নির্বাচন করি।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীফামারী জেলার রিটানিং অফিসার,সহকারি রিটানিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণের সমন্বয়ে দিনাজপুর জেলা প্রশাসন কার্য়ালয়ের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা শেষে দুপুরে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা উপরোক্ত কথা গুলো বলেন।
এরআগে সকালে রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আবু জাফরের সভাপতিত্বে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীফামারী জেলার রিটানিং অফিসার,সহকারি রিটানিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতিমুলক সভায় করেন তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন