যবিপ্রবির গণিত বিভাগের নতুন চেয়ারম্যান হলেন ড. মোঃ জহুরুল ইসলাম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) গণিত বিভাগের চেয়ারম্যান হয়েছেন সহযোগী অধ্যাপক ড. মোঃ জহুরুল ইসলাম। আগামী তিন (০৩) বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন তিনি।

(২২ নভেম্বর) যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো: আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে ড. মোঃ জহুরুল ইসলামকে গণিত বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়।

অফিস আদেশে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মোঃ হাফিজ উদ্দিন এর উক্ত বিভাগের চেয়ারম্যান হিসেবে মেয়াদ আগামী ২৭/১১/২০২৩ খ্রি. তারিখে শেষ হবে বিধায় ২৮/১১/২০২৩ খ্রি. তারিখে হতে উক্ত বিভাগের পরবর্তী জ্যেষ্ঠ সহযোগী অধ্যাপক ড. মোঃ জহুরুল ইসলাম কে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ২৫ (৩) ধারা অনুযায়ী পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য গণিত বিভাগের “চেয়ারম্যান” এর দায়িত্ব প্রদান করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।