ঢাকার আসনগুলোতে নৌকার মনোনয়ন পেলেন যারা

আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনের মধ্যে ২৯৮ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে রোববার বিকাল সোয়া ৪টার দিকে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকার ২০টি আসনের নৌকার মনোনয়ন পাওয়া ব্যক্তিদের নাম নিচে দেওয়া হলো—

ঢাকা-১ আসনে বর্তমান সংসদ সদস্য সালমান ফজলুর রহমান।
ঢাকা-২ আসনে বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।
ঢাকা-৩ আসনে বর্তমান সংসদ সদস্য নসরুল হামিদ (বিপু)।
ঢাকা-৪ আসনে সানজিদা খানম।
ঢাকা-৫ আসনে হারুনুর রশিদ মুন্না।
ঢাকা-৬ আসনে মোহাম্মদ সাঈদ খোকন।
ঢাকা-৭ আসনে মোহাম্মদ সোলায়মান সেলিম (হাজী সেলিম পুত্র)।
ঢাকা-৮ আসনে আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
ঢাকা-৯ আসনে বর্তমান সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।
ঢাকা-১০ আসনে ফেরদৌস আহমেদ (চিত্রনায়ক)।
ঢাকা-১১ আসনে মোহাম্মদ ওয়াকিল উদ্দিন।
ঢাকা-১২ আসনে আসাদুজ্জামান খান কামাল।
ঢাকা-১৩ আসনে জাহাঙ্গীর কবির নানক।
ঢাকা-১৪ আসনে মো. মাইনুল হোসেন খান (নিখিল)।
ঢাকা-১৫ আসনে বর্তমান সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার।
ঢাকা-১৬ আসনে বর্তমান সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ।
ঢাকা-১৭ আসনে বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত।
ঢাকা-১৮ আসনে মোহাম্মদ হাবিব হাসান।
ঢাকা-১৯ আসনে ডা. এনামুর রহমান
ঢাকা-২০ আসনে বর্তমান সংসদ সদস্য বেনজির আহমেদ।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর নির্বাচনের তফশিল ঘোষণা করেন। তফশিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনি প্রচার ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি।