ময়মনসিংহের গৌরীপুরে বিআরটিসি বাস ভাংচুর, থানায় জিডি
ময়মনসিংহের গৌরীপুরে বিআরটিসি বাস ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৭ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গঙ্গাশ্রম নামক স্থানে ঘরনাটি ঘটেছে। এ ঘটনায় বাস চালক গৌরীপুর থানায় জিডি করেছেন।
এরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হাসান, গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সুমন মিয়া ও গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান।
বাসচালক জানান, নান্দাইল থেকে যাত্রী নিয়ে ময়মনসিংহ যাচ্ছি পথিমধ্যে ১৫/২০ জন যুবক বাসের সামনে সিগন্যাল দেয় তখন আমি বাস থামাতেই লাটিসোটা দিয়ে বাস ভাংচুর করে পালিয়ে যায়।
এসময় বাসের সুপারভাইজার ও দুই যাত্রী আহত হয় অন্য যাত্রীরা ভয়ে পালিয়ে যায়। পরে বাসটিকে ময়মনসিংহ ডিপোতে নেয়া হয়েছে।
এবিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। এ ঘটনায় বাসচালক গৌরীপুর থানায় একটি জিডি করেছেন। এ ঘটনায় জড়িতদের খোঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন