ময়মনসিংহের গৌরীপুরে বিআরটিসি বাস ভাংচুর, থানায় জিডি

ময়মনসিংহের গৌরীপুরে বিআরটিসি বাস ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গঙ্গাশ্রম নামক স্থানে ঘরনাটি ঘটেছে। এ ঘটনায় বাস চালক গৌরীপুর থানায় জিডি করেছেন।

এরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হাসান, গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সুমন মিয়া ও গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান।

বাসচালক জানান, নান্দাইল থেকে যাত্রী নিয়ে ময়মনসিংহ যাচ্ছি পথিমধ্যে ১৫/২০ জন যুবক বাসের সামনে সিগন্যাল দেয় তখন আমি বাস থামাতেই লাটিসোটা দিয়ে বাস ভাংচুর করে পালিয়ে যায়।

এসময় বাসের সুপারভাইজার ও দুই যাত্রী আহত হয় অন্য যাত্রীরা ভয়ে পালিয়ে যায়। পরে বাসটিকে ময়মনসিংহ ডিপোতে নেয়া হয়েছে।

এবিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। এ ঘটনায় বাসচালক গৌরীপুর থানায় একটি জিডি করেছেন। এ ঘটনায় জড়িতদের খোঁজে বের করে আইনের আওতায় আনা হবে।