নোবিপ্রবির নবনিযুক্ত রেজিস্ট্রারের বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দায়িত্ব গ্রহণ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নবনিযুক্ত রেজিস্ট্রার মোহাম্মদ জসীম উদ্দিন বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে মঙ্গলবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলমের কাছে তিনি যোগদানপত্র জমা দেন।
নবনিযুক্ত রেজিস্ট্রার মোহাম্মদ জসীম উদ্দিন বিশ্ববিদ্যালয়ে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার সময় বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত রেজিস্ট্রার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, আমাকে নোবিপ্রবির রেজিস্ট্রার পদে নিয়োগ দেয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। একই সাথে বিশ্বিবদ্যালয়ের মাননীয় উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার এবং রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবার ঐকান্তিক প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, জনাব মোহাম্মদ জসীম উদ্দিনের পাবলিক বিশ্বিবদ্যালয়ে চাকরির প্রায় দুই দশকের প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০১২ সালের ১৫ মার্চ নোবিপ্রবিতে ডেপুটি রেজিস্ট্রার পদে যোগদান করেন। তিনি ২০২১ সালের ১ অক্টোবর থেকে ২০২২ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত নোবিপ্রবির রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) পদে দায়িত্ব পালন করেন। নোবিপ্রবিতে যোগদানের আগে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সহকারী রেজিস্ট্রার ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শাখা কর্মকর্তা পদে কর্মরত ছিলেন।
তিনি শিক্ষা জীবনে ৩টি প্রথম শ্রেণী অর্জনসহ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে এমবিএ সম্পন্ন করেন। এছাড়াও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ ইনিস্টিটিউ থেকে মর্ডান অফিস ম্যানেজমেন্টের উপর বিশেষ প্রশিক্ষণ ও একই প্রতিষ্ঠান থেকে মর্ডান ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিষয়ে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়াও সিঙ্গাপুর, মালেশিয়া, ইন্দোনেশিসহ বিভিন্ন দেশে শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন