পাবনা-৪ আসনে প্রথম মনোনয়নপত্র জমা দিলেন গালিবুর রহমান শরীফ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে প্রথম মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ পুত্র ও জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোকলেছুর রহমান মিন্টুসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

এর আগে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গালিব শরীফ বলেন, নির্বাচনে অংশগ্রহনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে মনোনয়ন দিয়েছেন।এর আগে আমার প্রয়াত পিতা এ আসনে পাঁচ বার এমপি ছিলেন। দেশরত্ম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণে সারা বাংলাদেশে যেমন উন্নয়ন হয়েছে, ঈশ্বরদীতে আামার প্রয়াত পিতার হাত দিয়ে তেমন উন্নয়ন হয়েছে।

ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। ঈশ্বরদী ও আটঘরিয়ার জনগণের আমার উপর আস্থা আছে বলে আমি বিশ্বাস করি। নির্বাচন আচরণবিধি মেনে একটি সুষ্ঠ ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে এ আসনে নৌকা বিপুল ভোটে বিজয় অর্জন করবে এটাই আমার প্রত্যাশা।