গাজীপুরে চলন্ত ট্রাকে আগুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথন এলাকায় চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার গোয়ালবাথান এলাকায় রবিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রড ভর্তি চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অল্পের জন্য চালক ও হেলপার প্রাণে বেঁচে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই ট্রাকের বিভিন্ন অংশ পুড়ে যায়। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধাঘণ্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন