দিনাজপুরে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আটক ১৮জনকে কোর্টে চালান
দিনাজপুরে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার এবং অসাধুপায় অবলম্বনের দায়ে আটত ১৮ জনকে গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান দেয়া হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে আটককৃত ৯ জন নারী ও ৯ জন পুরুষ কে কোর্টে চালান দেয়া হয়। তাদের বিরুদ্ধে পৃথক ৮ টি মামলা হয়েছে।
এরআগে শুক্রবার ৮ টি কে ন্দ্র থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার করে অসদুপায় অবলম্বনের দায়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন দিনাজপুর জেলার সদর উপজেলার মুসলিমা খাতুন (২৮) ,মোছাঃ নাসরিন জাহান (২৯) ,উম্মে আলিমা (২৮) শরিফুল আলম (২৮) ,বিরল উপজেলার মোঃ কামরুজ্জামান (৩২) ,বিরল উপজেলার রাহেনা খাতুন (২৬) ,বীরগঞ্জ উপজেলার মোঃ জামিল বাদশা (৩১), মোঃ রাকিব (২৮), মনিরুজ্জামান (৩০) ,শেফালী রানী রায় ( ৩৩), সেতাবগঞ্জ উপজেলার মোঃ সায়েম মুন্না তনময় (২৯) ,হাকিমপু উপজেলার জাকিয়া ফেরদৌস (২৬), চিরিরবন্দর উপজেলার কবিতা রানী রায় (২৭) ,সবুজ চন্দ্র রায় (৩৪) ,বিরামপুর উপজেলার মহিদুল ইসলাম (৩২) ,নবাবগঞ্জ উপজেলার তানিয়া মস্ততারি (৩১) ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার উর্মিলা আক্তার (২০) ,ঠাকুরগাঁ জেলার হরিপুর উপজেলার মোঃ সুজন আলী (২৭)।
কোতয়ালী থানার ওসি মোঃ ফরিদ হোসেন জানান, প্রক্সি ও ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার দায়ে ১৮ জনকে আটক করা হয়। এদের মধ্যে মধ্যে ৯ জন নারী ও ৯ জন পুরুষ। এদের কাজ থেকে ইলেকট্রনিক ডিভাইস সংযুক্ত মাস্টারকার্ড, ব্লুটুথ ডিভাইস ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনে কেন্দ্র সচিবরা বাদী হয়ে পৃথক ৮ টি মামলা করেছেন। শনিবার দুপুরে তাদেরকে কোর্টে চালান দেয়া হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন