বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

যশোরের শার্শার বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টায় বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ্ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি বিদ্যালয়ের নিজস্ব বিল্ডিং এর দ্বিতীয় তালায় হলরুমে অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ সাবিহা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সকল ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে কিছু মূল্যবান বক্তব্য রাখেন এবং পরীক্ষার ফলাফল প্রকাশ করেন অত্র বিদ্যালয়ের সভাপতি ডাঃ এস এম আহসান হাবিব রানা।

এ বছর বিদ্যালয়ে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ৫২৩ জন, তার ভেতর থেকে ৪৬১ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে ৪৩১ জন উত্তীর্ণ হয়েছে,এবং ফেল করেছেন ৩০ জন। প্রথম শ্রেণীতে ৮৮ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ৮৮ জন উত্তীর্ণ হয়েছে, দ্বিতীয় শ্রেণীতে ৯৯ জীবনের মধ্যে ৯৪ জন উত্তীর্ণ, তৃতীয় শ্রেণীতে ১১৩ জনের মধ্যে ১০০ জন উত্তীর্ণ, চতুর্থ শ্রেণীতে ৮৬ এর মধ্যে ৭৪ জন উত্তীর্ণ, পঞ্চম শ্রেণীতে ৭৫ জনের মধ্যে ৭৫ জনই উত্তীর্ণ হয়েছে।

এ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে,প্রথম স্থান অর্জন করেছেন পঞ্চম শ্রেণীর মাহি আল প্রিন্স, এবং দ্বিতীয় স্থান অর্জন করেছেন পঞ্চম শ্রেণীর শামিতা শাহীন প্রিয়ন্তী।

পরিশেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ সাবিহা খাতুন সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সেই সাথে তারা পরবর্তীতে যেন আরো ভালো কিছু করতে পারে সেই সব বিষয় মূল্যবান কিছু বক্তব্য রাখেন।

এছাড়া সহকারী শিক্ষক মহাফুজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন কায়বা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার নাসির উদ্দিন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী ও অভিভাবক সহ আরো অনেকেই।