লালমনিরহাটে পুলিশ সদস্যের রাজকীয় বিদায়

পুলিশ সদস্য আবু তাহের শামসুজ্জামান আঠাইশ বছর চাকরি জীবন শেষ করেছেন রোববার (১০ ডিসেম্বর)। এদিন বিকালে জাঁকজমকভাবে পুলিশ সদস্যরা তাদের সহকর্মী আসাদকে বিদায় জানিয়েছেন। এই প্রথম লালমনিরহাটের আদিতমারীর থানার পুলিশের কোনো সদস্যকে রাজকীয় বিদায় জানানো হলো।

বিদায়ী পুলিশ সদস্য আবু তাহের শামসুজ্জামান লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের বারাজান এলাকার বাসিন্দা।

লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আবু তাহের শামসুজ্জামান ২৮ বছর সততার সঙ্গে চাকরি করে স্বেচ্ছায় অবসর নিয়েছেন। একজন ভালো ও নামাজি মানুষ ছিলেন। আইনের প্রতি শ্রদ্ধা রেখে অন্য পুলিশ সদস্যের সঙ্গে সুসম্পর্ক রেখেছিলেন। চাকরি জীবনে বিদায় বেলায় তাকে সরকারি গাড়িটি ফুল দিয়ে সাজিয়ে তার বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে।

বিদায়ী অশ্রুসিক্ত আবু তাহের শামসুজ্জামান
জানান, চাকরি জীবনে আমি কখনও দায়িত্বে অবহেলা করিনি। সহকর্মীদের সঙ্গে ভালো সময় কেটেছে। কয়েক বছর দেখে আসছি বড় বড় পুলিশ কর্মকর্তাদের ঢাকঢোল পিটিয়ে বিদায় দেয়া হয়। কিন্তু একজন সাধারণ পুলিশ সদস্যকে এভাবে বিদায় জানাবে কল্পনাও করিনি। আমি ধন্য, আমি কৃতজ্ঞ। বিদায়ের সময় নানা উপহার, সংবর্ধনা ও এসপি স্যারের
শ্রদ্ধা ও ভালোবাসা পেয়ে আমি খুবই আনন্দিত। আগামীতে অন্য পুলিশ সদস্যদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।