সাতক্ষীরার কলারোয়া বেত্রবতী হাইস্কুলে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় দিবসটি উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে শহিদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুলের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য দেন বিদ্যালয়ের এসএমসি সদস্য গণপতি বিশ্বাস। সহকারী শিক্ষক মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী শিক্ষক আবুবকর ছিদ্দীক, আনারুল ইসলাম, শিক্ষার্থী আবু রায়হান, রিফাজ হোসেন, জেরিন তাবাচ্ছুম মেধা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক তজিবুর রহমান, সাইফুল আলম, নাছরিন সুলতানা, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, রীনা রানী পাল, দেবাশীষ সরদার, অফিস সহকারী আমিরুল ইসলাম, ফারুক হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে শহিদ বুদ্ধিজীবীসহ সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন