লক্ষ্মীপুরে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির আয়োজনে মেধাবৃত্তি পুরস্কার বিতরণ
ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির আয়োজনে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত “রত্নগর্ভা জননী রহিমা খাতুন স্মরণে মেধাবৃত্তি পরীক্ষা”র ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৩ একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৫ডিসেম্বর) মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অত্র একাডেমির সম্মানিত সভাপতি ও আহমেদ আব্দুর রহমান ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা জনাব ফরিদ আহমেদ ভূইয়া ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র একাডেমির সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক খন্দকার আব্দুল মান্নান।
উক্ত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ৪০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। গ্ৰেড অনুযায়ী শিক্ষার্থীদের প্রাইজ বন্ড, ৫ম শ্রেণির বিজ্ঞান বক্স, ক্রেস্ট , সনদপত্রসহ জ্যামিতি বক্স প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর লক্ষীপুর, নোয়াখালী, চাঁদপুর জেলার ৭ শতাধিক শিক্ষার্থী এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন