সিলেটের বিশ্বনাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কার্যক্রম শুরু
প্রবাসী অধ্যূষিত এলাকা বিশ্বনাথ, দীর্ঘ অপেক্ষার পর সিলেটের বিশ্বনাথ উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কার্যক্রম শুরু হচ্ছে। দীর্ঘদিনের স্বপ্ন পুরন হচ্ছে জেনে বিশ্বনাথ উপজেলা বাসীর আনন্দের দিন কাটাচ্ছে। অতীতে বিশ্বনাথ উপজেলায় আগুন লেগে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। পার্শ¦বর্তী ওসমানী নগর ফায়ার সার্ভিস থেকে সার্ভিস দিতে দিতেই সব কিছু সাই হয়ে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, ফায়াস সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কার্যক্রম চালু হওয়ায় অগ্নিকান্ড নিয়ন্ত্রণ ও দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারসহ পুরো বিশ্বনাথ উপজেলাবাসী উপকৃত হবে। ষ্টেশনের কার্যক্রম চালু হচ্ছে জেনে উপজেলার মানুষের মধ্যে স্বস্থি ফিরেছে।
২০১৯ সালের ১০ নভেম্বর বিশ্বনাথ পৌর এলাকার বিশ্বনাথ—জগন্নাথপুর বাইপাস সড়ক সংলগ্ন আহমদাবাদ মৌজার পূর্ব মন্ডলকাপনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নির্মাণ কাজ শুরু করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আকরামুল ইসলাম জানান, ২১ জনকে নিয়োগ দেয়া হয়েছে , পর্যায়ক্রমে আরও ৬ জনকে নিয়োগ দেয়া হবে। চলতি বছরের ৭ সেপ্টেম্বর থেকে স্টেশনটি চালু করা হয়। স্টেশনে কার্যক্রম শুরু হলেও এখনও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি। ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে তিনি জানান।
২০১৪ সালে ইয়াহ্ইয়া চৌধুরী এমপি নির্বাচিত হয়ে বিশ্বনাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন। এরপর ৩৩ শতক জায়গার উপর প্রায় ২ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে স্টেশনটি নির্মাণ করা হয়।
বিশ্বনাথ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে যে কোন দুর্যোগ—দুর্ঘটনায় এলাকার মানুষকে সেবা দিতে আমরা প্রস্তুত রয়েছি। প্রয়োজনে বিশ্বনাথ ফায়ার স্টেশনের নম্বরে যোগযোগ করতে সবার প্রতি আহ্বান জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন