নরসিংদীতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
নরসিংদীতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসন ও ৬ উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পালন করছে বিভিন্ন কর্মসূচী। প্রতুষ্যে মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।
শনিবার (১৬ ডিসেম্বর) সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান, বীরমুক্তিযোদ্ধা ও বিভিন্ন সরকারি—বেসরকারি দপ্তরসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
এছাড়া মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং প্যারেড ও কুচকাওয়াজে সালাম গ্রহণসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। এছাড়া পৃথকভাবে ৬ উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন