রংপুরে ৬টি আসনে প্রতীক পেলেন ৩৬ প্রার্থী
রংপুরে ৬টি আসনে প্রতীক পেলেন ৩৬ প্রার্থী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরের ৬টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন ৩৬ জন প্রার্থী। এর মধ্যে ৯ জন স্বতন্ত্র প্রার্থী এবং ২৭ জন দলীয় প্রতীক বরাদ্দ পেয়েছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সকলে প্রতীক বরাদ্দ পান।
সোমবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান এ প্রতীক বরাদ্দ প্রদান করেন।
রংপুরের ৬টি সংসদীয় আসনে প্রার্থীরা যে যে প্রতীক পেলেন।
রংপুর-১ (গংগাচড়া-সিটির আংশিক) আসনে ৯ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। এর মধ্যে জাতীয় পার্টির হোসেন মকবুল শাহরিয়ার লাঙ্গল,বাংলাদেশ ওয়ার্কাস পার্টির বখতিয়ার হোসেন হাতুড়ি, তৃণমূল বিএনপির বদরুদ্দোজা চৌধুরী সোনালী আশঁ, ন্যাশনাল পিপলস পার্টির হাবিবুর রহমান,বাংলাদেশ কংগ্রেসের শ্যামলী রায় ডাব, স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু কেতলি, মশিউর রহমান রাঙ্গা ট্রাক, শাহিনুর রহমান ঈগল, মোশাররফ হোসেন মোড়া প্রতীক।
রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে ৩ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। যে প্রতীক পেলেন তারা- আওয়ামী লীগের আবুল কালাম মো. চৌধুরী ডিউক নৌকা, জাতীয় পার্টির আনিসুল ইসলাম মন্ডল লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ সরকার বিটু ট্রাক প্রতীক ।
রংপুর-৩ (সিটি কর্পোরেশন-সদর) আসনে ৬ প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। এরমধ্যে জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদের লাঙ্গল, বাংলাদেশ সুপ্রীম পার্টির আব্দুর রহমান রেজু একতারা, বাংলাদেশ কংগ্রেসের একরামুল হক ডাব, জাসদের শহিদুল ইসলাম মশাল, ন্যাশনাল পিপলস পার্টির শফিউল আলম আম, স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী ঈগল প্রতীক বরাদ্দ পান।
রংপুর-৪(পীরগাছা-কাউনিয়া) আসনে ৩ জন দলীয় প্রতীক বরাদ্দ পেয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের টিপু মুনশি নৌকা, জাতীয় পার্টির সেলিম মোস্তফা লাঙ্গল এবং বাংলাদেশ কংগ্রেসের সিরাজুল ইসলাম ডাব প্রতীক পেয়েছেন।
রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে একজন স্বতন্ত্র প্রার্থীসহ ৮ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের রাশেক রহমান নৌকা, জাতীয় পার্টির আনিসুর রহমান লাঙ্গল, কৃষক শ্রমিক জনতালীগের আব্দুল হালিম মন্ডল গামছা, বাংলাদেশ কংগ্রেসের মাহবুবার রহমান ডাব, বাংলাদেশ সুপ্রীম পার্টির আব্দুল ওয়াদুদ মিয়া একতারা, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের এনামুল হক চেয়ার বিএনএফ এর আব্দুল বাতেন টেলিভিশন ও স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকার ট্রাক প্রতীক পেয়েছেন।
রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে দু’জন স্বতন্ত্র ও পাঁচজন দলীয় প্রতীক বরাদ্দ পেয়েছেন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের শিরিন শারমিন চৌধুরী নৌকা, জাতীয় পার্টির নুর আলম মিয়া লাঙ্গল, বাংলাদেশ কল্যাণ পার্টির জাকারিয়া হোসেন হাতঘড়ি, বাংলাদেশ কংগ্রেসের মাহবুল আলম ডাব, ন্যাশনাল পিপলস পার্টির হুমায়ুন ইজাজ আম, স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম ট্রাক ও তাকিয়া জাহান চৌধুরী কাচি প্রতীক বরাদ্দ পেয়েছেন। রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ প্রতীক বরাদ্দ দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান। এসময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন