পাবনায় রেলে নাশকতা রোধে পাহারায় ২ শতাধিক আনসার
পাবনায় রেলে নাশকতা রোধে গুরুত্বপুর্ণ স্টেশন, লেভেল ক্রসিং ও রেল সেতু পাহারায় ২০৫ আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। জেলার ৯ উপজেলায় রেলের গুরুত্বপুর্ণ ৪৩ পয়েন্টে এসব আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জের নির্দেশনায় গত সোমবার রাত থেকে আনসার সদস্যরা রেল লাইন পাহারায় কাজ করছেন।
আনসার ও ভিডিপি’র পাবনা জেলা কমান্ড্যান্ট সাজ্জাদ মাহমুদ জানান, ৪৩ পয়েন্টে যারা দায়িত্ব পালন করছেন তাদের মধ্যে রয়েছেন ৪১ পিসি/এপিসি এবং ১৬৪ আনসার ভিডিপির সদস্য। তারা সবাই পুলিশসহ আইন শৃংখলা বাহিনীকে সহায়তা করবেন। সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তারা পুরো কার্যক্রম তদারকি করছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন