ফরিদপুরে রেকর্ড রুমের চুরি হওয়া ১১টি ল্যাপটপ উদ্ধার ও ৫ চোর গ্রেফতার
ফরিদপুরের জেলা প্রশাসকের রেকর্ড রুমের গুরত্বপূর্ণ চুরি হওয়া ১২টি ল্যাপটপ এর মধ্যে ১১টি ল্যাপটপ উদ্ধার ও ৫ চোরকে গ্রেফতার করেছে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ।
(২১ ডিসেম্বর) বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ সুপার মো: শাহজাহান পুলিশ সুপার মো: শাহজাহান জানান,গত ১৭ ডিসেম্বর রাতে জেলা প্রশাসকের রেকর্ড রুমের (মহাফেজখানা) দরজার তালা ও কড়া ভেঙ্গে ১২টি ল্যাপটপ ও ১টি মোবাইল সেট চুরি হয়।
পরে কোতয়ালী থানায় মামলা হলে পুলিশ তদন্ত করে চুরি যাওয়া মালামাল গুলা গত রাতে উদ্ধার করে। গ্রেফতার কৃত আসামী মো: সুলতান মুন্সি (২৬), সাহিদুল শেখ (২২), পারভেজ শেখ (২২), মো: লিয়ন শেখ (৩০),শামীম খান,এর সবাই পেশাদার চোর। পরে এদের জিজ্ঞসা বাবদ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন