মাদারীপুরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাদারীপুরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে রাজৈর উপজেলার প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয় প্রাঙ্গনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা। এসময় তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আদর, যতœ ও ভালোবাসায় সমাজের মূলধারার সাথে নিয়ে আসতে হবে। ওদের মধ্য থেকে লুকায়িত প্রতিভা খুজে তার বিকাশ ঘটানোর লক্ষে কাজ করতে হবে।
ক্রীড়া পরিষদেরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি অংশ হিসেবে এতে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসাইন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ডা: মো: নাসির উদ্দিন, প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সেলিম শরীফ, শিক্ষক-শিক্ষার্থী সহ অনেকেই।
জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র জানান, আজকের আয়োজনে ১৪টি খেলায় ৩৫ জন শিশু অংশগ্রহণ করে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা জাতীয় পর্যায়ে ঢাকায় অংশগ্রহণের সুযোগ পাবে। অংশগ্রহণকারী সকলকেই পুরস্কার জার্সি ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন