সিলেটের বিশ্বনাথে ‘নৌকা’র প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করলেন শফিক চৌধুরী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের নৌকার মাঝি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, নৌকার পালে বিজয়ের হাওয়া লেগেছে। নিজেদের কাঙ্খিত উন্নয়ন পাওয়ার জন্য বিশ্বনাথ-ওসমানীনগরের মানুষ নৌকা ছাড়া আর কিছুই বুঝেন না।

দীর্ঘ ১০ বছর পর স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক ‘নৌকা’ পেয়ে ৭ই জানুয়ারীর জন্য অপেক্ষা করছেন, নিজেদের ভোট নৌকায় দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতে।

তিনি বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে সিলেটের বিশ্বনাথে পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ ‘নৌকা’র প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। কার্যালয়ের উদ্বোধন শেষে পৌর শহরের নতুন ও পুরাণ বাজার এলাকায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছে নৌকায় ভোট চেয়ে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করে গণসংযোগ করেন নৌকার মাঝি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাজনীন হোসেন, কার্যনির্বাহী সদস্য এএইচএম ফিরোজ আলী, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, কার্যনির্বাহী সদস্য নেহারুন নেছা।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা শাহিনুর রহমান এবং শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিশ্বনাথ দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার শিক্ষক মুফতি ইব্রাহিম খলিল।

অনুষ্ঠানগুলোতে এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমছু মিয়া, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, ধর্ম বিষয়ক সম্পাদক ফখর উদ্দিন মাস্টার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ।

উপ-দপ্তর সম্পাদক নূরুল হক, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন, কার্যনির্বাহী সদস্য শেখ আজাদ, অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, কাউন্সিলর ফজর আলী, মিজানুর রহমান মিজান, যুক্তরাজ্য আওয়ামী লীগের আইন বিয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য শামসাদুর রহমান রাহীন, প্রবাসী সামছু মিয়া লয়লুছ, বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, মহব্বত আলী, রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিন।

খাজা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর নূর, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শাহনেওয়াজ চৌধুরী সেলিম মেম্বার, লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অরবিন্দু পাল, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল কাহার, খাজা ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগ নেতা বশির আহমদ, শংকর দাশ শংকু, আব্দাল মিয়া, শাহ সাইদুল ইসলাম সুজা।

খালেদ রব, এমদাদ হোসেন নাঈম, সাইদুল ইসলাম, ওয়াহাব আলী, ইসলাম উদ্দিন, জাবেদ মিয়া, তৈমুছ আলী, মহিলা আওয়ামী লীগ নেত্রী শিরীন চৌধুরী, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি মারফত আলী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, পৌর কৃষক লীগের আহবায়ক বিকাশ মালাকার, যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, প্রচার সম্পাদক আখলুছ আলী, সহ অর্থ সম্পাদক দুলাল মিয়া, পৌর শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ।

জেলা যুবলীগের শিক্ষা-পাঠাগার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সিতার মিয়া, উপজেলা যুবলীগ নেতা আব্দুল হক, আমির আলী, সি ত আচার্য্য, শাহ ফারুক মেম্বার, ফয়জুল ইসলাম জয়, আব্দুল মালিক সুমন, মুহিবুর রহমান সুইট, রাজু আহমদ খান, মাহবুবুর রহমান, রাজন আহমদ অপু, আরব আলী ইমন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডা. বিভাংশু গুন বিভু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ বদরুল আলম

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, আসাদ আহমদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, সহ সভাপতি ফয়সল আহমদ, দৌলতপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন, জাকির হোসেন মামুন, সাদিক মিয়া, কয়েছ আহমদ, আবিদুর রহমান আবিদ, ফারাভি ইমন, উজ্জ্বল মিয়া, জাকারিয়া ইমন, আকরান হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।