সাতক্ষীরার তালায় হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সাথে নৌকার প্রার্থীর মতবিনিময়

সাতক্ষীরার তালায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্দ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নৌকা প্রতিকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, দেশী বিদেশী ষড়যন্ত্রকারীদের রুখতে আবারও নৌকা কে বিজয়ী করতে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কেহই আমাদের পরাজিত করতে পারবে না। আওয়ামী লীগের রাজনীতি করে যারা নৌকার বিরোধিতা করছেন তাদেরও এর মাশুল দিতে হবে।
শেখ হাসিনার হাত কে শক্ত করতে নৌকা প্রতিকে ভোট চান তিনি।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে পাটকেঘাটা শ্মাশান মন্দির মাঠে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ^জিৎ সাধু, উপজেলা সভাপতি ঘোষ স্বরজিৎ কুমার, উপজেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, পুলক পাল, শংকর দাশ, সমীর দাশ, দেবাশীষ মুখার্জী প্রমুখ।