বগুড়ার মোকামতলা মডেল প্রেসক্লাবে শীতবস্ত্র বিতরণ

বগুড়ার শিবগঞ্জের মোকামতলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে মোকামতলা মডেল প্রেসক্লাবের কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রেসক্লাবের সভাপতি খালিদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইফতেখায়রুল ইসলাম রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি জিনিয়াস একাডেমির পরিচালক মোখলেছার রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যদেন বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল এ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক পঙ্কজ চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ সভাপতি জেষ্ঠ সাংবাদিক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ আলী, কোষাধ্যক্ষ ওয়াসিম আহম্মেদ, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ লিটন, কার্যনির্বাহী সদস্য সাবিত হোসেন প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন



















