চাঁদপুরে সাড়ে ৩৬ লাখ নতুন বই বিতরণ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/01/image-24951-1641050798.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
চাঁদপুর জেলায় প্রাথমিক পর্যায়ে ১২ লাখ ৩৬ হাজার এবং মাধ্যমিক স্তরে সাড়ে ২২ লাখ বই বিতরণ করা হয়েছে। সোমবার (১ জানুয়ারি) দুপুরে শহরের বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের নতুন বই বিতরণ উৎসব বক্তব্য দেন জেলা প্রশাসক কামরুল হাসান।
পরে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলামসহ প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন। সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. দেলোয়ার হোসেন।
এছাড়া মাধ্যমিক স্তরে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উৎসব হয় শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে। এসব অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন