ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে একই পরিবারের মা-শিশুসহ নিহত ৩
ঠাকুরগাঁওয়ে রাইস মিলের বয়লার বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের মা ও শিশুসহ ৩ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে আটটায় সদরের পল্লী বিদ্যুৎ বাজারের পশ্চিমে দাসপাড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ।
নিহতরা হলেন- দাসপাড়া গ্রামের সাগর দাসের স্ত্রী দীপ্তি দাস (৪০), উমাকান্ত দাসের ছেলে পলক দাস (১২) ও সাগর দাসের মেয়ে পূজা (১১)। পলক দাস ও পূজা চাচাতো ভাই বোন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পল্লীবিদ্যুতের পশ্চিমে দাসপাড়া নামক এলাকায় একটি হাসকিং মিলের ধান সিদ্ধ করার সময় অতিরিক্ত তাপের ফলে বয়লারটি বিস্ফোরিত ঘটে। বিস্ফোরণের কারণে বয়লারটি প্রায় দেড়শ গজ দূরে ছিটকে আছড়ে পড়ে দীপ্তি দাস, পলক ও পূজার উপরে। সেখানে সকাল বেলা ঘুম থেকে উঠে রোদ পোহাচ্ছিলেন তারা। ঘটনাস্থলেই তারা নিহত হন।
তারা আরো জানায়, ধান সিদ্ধ করার সময় শ্রমিকেরা স্থানীয় বাজারে চা খেতে গিয়েছিল এ সময়ও বয়লারে অতিরিক্ত গরম বাতাস জমে থাকার কারণে বয়লারটি বিস্ফোরণ হয়। যাদের অবহেলায় তিনটি প্রাণ চলে গেল তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এলাকাবাসী।
রহমানপুর ইউপি চেয়ারম্যান আবু হান্নান মোহাম্মদ হান্নু মুঠোফোনে বলেন, ‘মর্মান্তিক এই ঘটনা পীড়াদায়ক। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।
এ দিকে এই মর্মান্তিক দূর্ঘটনার তদন্তের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন