দ্বিতীয় মেয়াদে শপথ নিলেন খান আহমেদ শুভ এমপি
এমপি হিসেবে শপথ নিয়েছেন দ্বাদশ জাতীয় নির্বাচনে নির্বাচিত খান আহমেদ শুভ । আজ বুধবার সকালে প্রথমে স্পিকার শিরীন শারমিন চৌধুরী নিজেই শপথ পাঠ করেন। পরবর্তীতে নবনির্বাচিত এমপিদের শপথ পাঠ করান স্পিকার।
বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টা ১০মিনিটের দিকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল সাড়ে নয়টার দিকে সংসদ ভবনে একে একে শপথ নিতে জাতীয় সংসদ ভবনে উপস্থিত হন নবনির্বাচিত এমপিরা। সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী শপথকক্ষে প্রবেশ করেন সকাল ১০টা ৮ মিনিটে।
এর আগে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। নৌকা মনোনীত খান আহমেদ শুভ পেয়েছেন ৮৮ হাজার ৩৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগকারী মীর এনায়েত হোসেন মন্টু পেয়েছেন ৫৭ হাজার ২৩১ ভোট।
এ উপজেলায় ১টি পৌরসভা ও ১৪ টি ইউনিয়নে মোট ভোটার ৩ লক্ষ ৫৮ হাজার ৪৩২। ১২৭ টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৭শত ৬৮, বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৩৬৮, বাতিলকৃত ভোটের সংখ্যা ২৪শত ০১ এবং প্রদত্ত ভোটের শতকরা হার ৪২.০৬।
প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন