পাবনার আটঘরিয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
পাবনার আটঘরিয়া উপজেলার ঐতিহ্যবাহী ধলেশ্বর ইসলামিয়া দাখিল মাদরাসার অঙ্গপ্রতিষ্ঠান হেফজখানার শিক্ষার্থী, আশ্রয়ণ প্রকল্প, স্থানীয় বাজারের নৈশপ্রহরী ও পথশিশুসহ ৩ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারি) রাতে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাহারুল ইসলাম, আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম রতন।
এসময় উপস্থিত ছিলেন ধলেশ্বর ইসলামিয়া দাখিল মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাকী বিল্লাহ, কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক, মো. জিল্লুর রহমান, সুপার মাওলানা মোঃ আব্দস সামাদ প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন