মাদারীপুর চেম্বার কমার্স এন্ড ইন্ডাস্ট্রির’র সভাপতি হাফিজুর রহমান যাচ্চু খান’র জন্মদিন
বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে আড়িয়াল খাঁ নদীর তীরে অবস্থিত চেনা শহর মাদারীপুর ১৯৭০ সালের ২০ জানুয়ারি মাদারীপুর আছমত আলি খান ও মিসেস তাজুন্নেসার ঘরে জন্মগ্রহণ করেন হাফিজুর রহমান যাচ্চু খান। তাদের সর্ব কনিষ্ঠ পুত্র হাফিজুর রহমান যাচ্চু খান এরা সাত ভাই চার বোনের মধ্যে তিনি ছোট।
তার বাবা ছিলেন মাদারীপুর মহাকুমা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও এমএলএ আর তার মা ছিলেন মহিলা আওয়ামী লীগের নেত্রী তার ভাইদের মধ্যে শাজাহান খান সাবেক নৌ-পরীবহন মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আটবার মাদারীপুরের সংসদ সদস্য তার এক ভাই ডাক্তার এক ভাই উপজেলা চেয়ারম্যান আর অন্য ভাইয়েরা ব্যবসায়ী, হাফিজুর রহমান যাচ্চু খান তার জীবন দশায় তিলে তিলে শিল্পপতি হয়ে গড়ে ওঠা একজন সৎ পরোপকারী সমাজসেবক।
কয়েকটি মসজিদ মাদ্রাসা নিজের অর্থায়নে তৈরি করা একজন মহান মানুষ তিনি মাদারীপুর চেম্বার কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং আছমত আলী খান সেন্ট্রাল হসপিটালের ফিনেনশিয়াল ডাইরেক্টর। তার বিবাহিত জীবনে এক ছেলে জায়মান খান ও স্ত্রী নিয়ে তার পথচলা। তার সাথে রয়েছেন জনগণের সেবা করার মন মানসিকতা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন