দ্রব্যমূল্যের দাম সহনশীল রেখে মানুষের সেবা করার আহ্বান খাদ্যমন্ত্রীর

দ্রব্যমূল্যের দাম সহনশীল পর্যায়ে রেখে বেশি মুনাফার লোভ কমিয়ে মানুষের সেবা করার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আজ নওগাঁ শহরের এটিএম মাঠে দ্বিতীয়বারের মতো খাদ্যমন্ত্রী হওয়ায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এই আহ্বান জানান মন্ত্রী।
এছাড়া অনুষ্ঠানে দ্বাদশ সংসদ নির্বাচনে নওগাঁ-৫ আসন থেকে ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন ও নওগাঁ-৩ আসন থেকে সাবেক সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী নির্বাচিত হওয়ায় তাদেরকেও নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। নওগাঁ জেলা নাগরিক সমাজের উদ্যোগে এই নাগরিক সংবর্ধনা আয়োজন করা হয়।
খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনে ইশতেহারে বলেছেন, দ্রব্যমূল্যর দাম সহনশীল পর্যায়ে রাখার। এজন্য মজুতদাররা যেন মজুত করতে না পারে বা কোনো ব্যক্তি সিন্ডিকেট করে বেশি মুনাফা লাভের আশায় জনগণকে কষ্ট না দেয় সেদিকেই লক্ষ্য রাখতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেমন সুখী, সমৃদ্ধিশালী ও স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে তেমনই নওগাঁকে আধুনিক স্মার্ট জেলা হিসাবে রূপান্তরিত করা হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে নাগরিক সমাজের সভাপতি ডা. মোঃ আশেক হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- নওগাঁ-৫ আসন থেকে ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন ও নওগাঁ-৩ আসন থেকে সাবেক সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তীসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















