গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪
গাইবান্ধার গোবিন্দগঞ্জ টু গাইবান্ধা ভায়া নাকাই সড়কের ধর্মপুর বাজারে কারগাড়ী চাপায় নিহত ২, আহত ৪জন। নিহত হলেন (৪৫) ধর্মপুর এলাকার নরেন এবং একই এলাকার মহেন্দ্র’র ছেলে প্রতাপ (৩০)।
শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ধর্মপুর মাছ বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের দ্রুত সিএনজিযোগে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে হরেন ও প্রতাপ এর মৃত্যু হয়। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান ঘাতক কার ঢাকা মেট্রো-গ -২১-১৭০২ গোবিন্দগঞ্জ থেকে গাইবান্ধার দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বাজার এলাকায় পথচারীদের চাপা দেয়। ড্রাইভার সহ গাড়িটিকে আটকে রেখেছে স্থানীয়রা।
এরিপোর্ট লেখা পর্যন্ত গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন