নেত্রকোণার মদন উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠান
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/02/IMG-20240205-WA0005-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নেত্রকোণা মদন উপজেলার মুক্ত মঞ্চে সামনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে দুযোর্গ ব্যস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান তালুকদার শামীম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম.বীর মুক্তি যোদ্ধা মোঃফারুক মিয়া তিয়শ্রী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমান, মদন থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার, উপজেলা নির্বাহী প্রকৌশলী,গোলাম কিবরিয়া পিয়াল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শওকত জামিল।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কাইটাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত আলীসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীগণ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন