পীরগঞ্জে কিশোরীর সম্ভ্রমহানি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক কিশোরীর সম্ভ্রমহানি করার অভিযোগে আবু তালেব(৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সন্ধায় তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, পৌর শহরের জগথা পানিডুবিপাড়ার মৃত মোজাহার হোসেনের ছেলে আবু তালেব মঙ্গলবার বিকালে এক কিশোরীকে বাড়িতে একাকী পেয়ে সম্ভ্রমহানি ঘটায়।

পরে ঐ কিশোরীর মা বাড়িতে এসে বিষয়টি জানতে পেরে আস পাশের লোকজন এবং ওয়ার্ড কাউন্সিলরকে জানায়। ওয়ার্ড কাউন্সিলর মো. মিলন সন্ধায় তার জয় বাংলা মোড়স্থ কার্যালয়ে তালেবকে ডেকে আনেন।

এ সময় জনতা উত্তেজিত হয়ে তালেবকে উত্তম মধ্যম দেয়। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তালেবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় ঐ কিশোরীর মা বাদি হয়ে তালেব বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খয়রুল আনাম জানান, তালেবের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্মন্ন করা হয়েছে।