চট্টগ্রামের মিরসরাইয়ে ঝরনার কূপে পড়ে মেডিক্যাল ছাত্র নিহত
চট্টগ্রামের মিরসরাইয়ে খৈইয়াছড়া ঝরনা দেখতে এসে পা পিছলে কূপে পড়ে আল শাহরিয়ার (২৪) নামের এক মেডিক্যাল ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রæয়ারি) বিকালে উপজেলার খৈইয়াছড়া ইউনিয়নের খৈইয়াছড়া ঝরনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহরিয়ার চুয়াডাঙ্গা জেলার আলমডাংগা থানার বাবুপাড়া গ্রামের খন্দকার আব্দুল আল মামুনের ছেলে। তিনি শহীদ মন্সুর আলী মেডিক্যাল কলেজের ১ম বর্ষে ছাত্র। শাহরিয়ারের বন্ধু অভিজিৎ জানান, আমরা সাত বন্ধু সকালে খৈইয়াছড়া ঝরনা দেখতে যাই। ঝরনা দেখা শেষে আসার পথে দ্বিতীয় ঝরনার কূপে আমরা গোসল করতে নামি। কিন্তু শাহরিয়ার নামবেনা বলে আগে চলে আসে। পরে আমরা প্রথম ঝরনায় এসে তাকে দেখতে না পেয়ে খোঁজ করতে থাকি। মোবাইলে কল দিলেও সংযোগ পাচ্ছিলাম না। পরে আরো কয়েকজর পর্যটকের সহযোগিতায় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে কূপ থেকে তার মরদেহ উদ্ধার করে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এশাদ উল্ল্যাহ বলেন, ঝরনা থেকে পড়ে যাওয়া এক রোগিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়। মিরসরাই সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে তাকে ঝরনার কূপ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সহিদুল ইসলাম বলেন, নিহত মেডিক্যাল কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারকে খবর দেয়ার পর তারা এখানে আসছে। পরিবারের লোকজন আসলে তারপর পরবর্তি আইনি প্রদক্ষেপ নেওয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন