শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে ইয়াছিন মিয়াকে সংবর্ধনা

নেত্রকোণা মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কুটুরীকোণা গ্রামের আক্কেল আলীর ছেলে ক্ষুদ্র উদ্যোক্তা,মোঃ ইয়াছিন মিয়াকে শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে সংবর্ধনা দেয়া হয়।

শুক্রবার ( ১৬ ফেব্রুয়ারি) বিকালে জাহাঙ্গীরপুর টিি আমিন উচ্চ বিদ্যালয়ের রোড়ে “বাংলাদেশ রাস ওয়েলফেয়ার সোসাইটি ( ব্রাসত্তম) এর কার্যালয়ে সুন্দর পরিবেশের মাধ্যমে ” তুষও হারিকেন পদ্ধতিতে হাঁস, মুরগীর বাচ্চা ফোটানো ও খামারীদের জীবনমান উন্নয়নে শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে মোঃ ইয়াছিন মিয়াকে সম্মাননা প্রদান করে রাস ওয়েলফেয়ার সোসাইটি ও দৈনিক ভোরের দর্পণ, উপজেলা প্রতিনিধি মোঃ মোশাররফ হোসেন এবং দৈনিক ভোরের ডাক উপজেলা প্রতিনিধি মোঃ নিজাম উদ্দিন।।

রাস ওয়েলফেয়ার সোসাইটি মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইয়াছিন মিয়া।
প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, আমি ১৯৯০ দশক থেকে এ পেশায় কাজ করতে থাকি, এতে ব্যাপক প্রচার ও প্রসার ঘটতে থাকে, দেখতে পাই সাফল্যের মুখ।এই সফলতা দেখে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন জেলার বেকার নারী পুরুষ এ পদ্ধতি শিখতে আগ্রহ প্রকাশ করে।

তিনি আরও বলেন মদন উপজেলায় ১৪ শত জনের প্রধান অতিথি হয়ে ভারতের মেঘালয় বেসিন ডেভেলপমেন্ট অর্থরীটি অব ভারত ৫ শতজনসহ সমগ্র বাংলাদেশে অগনিত বেকার মানুষের জীবন জীবিকার মান উন্নয়ন ও আয় বৃদ্ধির লক্ষে বিদ্যুৎ বিহীন ব্যবস্থাপনায় তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁস- মুরগির বাচ্চা লালন পালন রোগ প্রতিরোধ সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করে দেশ- বিদেশে প্রশংসার দাবিদার হয়েছি।

এ সময় সভায় উপস্থিত ছিলেন, আঃ মালেক,জিয়াউর রহমান,মাহবুব আলম,দেওয়ান সানা উল্লাহ,সোহেল রানা,সাবেক মদন প্রেসক্লাব সভাপতি মোঃ আল- আমিন, জাকির হোসেন উজ্জ্বল, আব্দুল হাই,রহিছ উদ্দিন, খায়রুল ইসলামসহ আরও অনেকেই।