যুক্তরাষ্ট্রে মিশিগানের প্রাইমারিতে জিতলেন বাইডেন ও ট্রাম্প
যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠতব্য প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিভিন্ন অঙ্গরাজ্যে চলছে প্রাইমারি বা ককাস নির্বাচন। এই নির্বাচনগুলোকে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপ বলে বিবেচনা করা হয়। সর্বশেষ মিশিগান অঙ্গরাজ্যে নিজ নিজ দলের ককাস নির্বাচনে জয়লাভ করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ব্রিটিশ সংবাদমাধ্যম, বিবিসি র এক প্রতিবেদনে বলা হয়েছে মিশিগানে জয়ের মধ্য দিয়ে এই দুই নেতা আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্যায়ে লড়ার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেলেন। তবে এখন পর্যন্ত মাত্র অল্প কয়েকটি অঙ্গরাজ্যে ককাস নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ফলে তাদেরকে আরও অনেক পথ অতিক্রম করতে হবে। মিশিগানের নির্বাচনে বাইডেনকে অবশ্য জয়ের জন্য বেশ বেগ পেতে হয়েছে। মূলত, গাজা ইস্যু বাইডেন প্রশাসন যেভাবে আচরণ করছে, তাতে অসন্তুষ্ট অঙ্গরাজ্যটির ভোটারেরা। ভোটেও দেখা গেছে তার প্রতিক্রিয়া। বিপুলসংখ্যক ভোটার তাদের অবস্থানকে ‘অনিশ্চিত বা আনকমিটেড’ বলে কাস্ট করেছেন। যা নিজ দল ডেমোক্রেটিক পার্টিতেই বাইডেনের অবস্থান নড়বড়ে করে তুলেছে। নির্বাচনে বাইডেনের শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলেও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার নিজ দলের অন্য প্রার্থী নিক্কি হ্যালির তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।
সাধারণত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপে মূলত প্রধান দুটি দলের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী মনোনীত করার বিষয়টি চূড়ান্ত করা। প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয় দুটি পদ্ধতিতে। একটি হলো ককাস, অপরটি প্রাইমারি। ককাস হলো নির্বাচনের এমন এক পদ্ধতি, যেখানে রিপাবলিকান বা ডেমোক্রেটিক পার্টি বিভিন্ন অঙ্গরাজ্যে দলীয় সমর্থকদের মধ্যে একটি খোলা ভোটের আয়োজন করে, যেখানে তারা কোন প্রার্থীকে তাদের দলীয় প্রার্থী হিসেবে দেখতে চায় তা নির্ধারণ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন