যে দুই আসন থেকে লড়তে যাচ্ছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা
ভারতে আসন্ন লোকসভা নির্বাচনে দেশটির উত্তরপ্রদেশের আমেথি আসন থেকে নির্বাচনে লড়বেন কংগ্রেস নেতা রাহুল।
বুধবার এই বিষয়টি নিশ্চিত করেন উত্তর প্রদেশের কংগ্রেসের জেলা সভাপতি প্রদীপ সিংঘল।
সম্প্রতি দিল্লিতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রদীপ। এরপরই এদিন তিনি জানান, আমেথি থেকে কংগ্রেসের টিকিটে রাহুলই প্রার্থী হচ্ছেন এবং খুব শিগগিরই তার নামটি ঘোষণা করা হবে।
১৯৬৭ সালে ‘আমেথি’ লোকসভার কেন্দ্র হিসেবে গঠন হওয়ার পর থেকেই কংগ্রেসের কাছে শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল। ১৯৭৭ সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর ছোট পুত্র সঞ্জয় গান্ধী প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও হারতে হয়েছিল সঞ্জয়কে। যদিও ১৯৮০ সালে ওই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন সঞ্জয়।
কিন্তু ১৯৮১ সালে প্লেন দুর্ঘটনায় তার মৃত্যু হয়। সঞ্জয়ের মৃত্যুর পর তার বড় ভাই রাজীব গান্ধী রাজনীতিতে যোগদান করেন এবং ওই বছরেই আমেথি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন রাজীব। এরপর ১৯৮৪, ১৯৮৯ এবং ১৯৯১ সালে মৃত্যুর আগে পর্যন্ত ওই কেন্দ্রের সাংসদ ছিলেন রাজীব গান্ধী।
১৯৯৯ সালে আমেথি কেন্দ্র থেকে প্রার্থী হন রাজীব গান্ধীর স্ত্রী সোনিয়া গান্ধী। ২০০৪ সালে তিনি ‘আমেথি’র বদলে উত্তরপ্রদেশের ‘রায়বেরেলি’ কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়লাভ করেন। এরপর সোনিয়ার ছেড়ে যাওয়া আসনে আমেথি কেন্দ্র থেকে লড়াই করে আসছেন পুত্র রাহুল গান্ধী।
২০০৪ সাল থেকে পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন রাহুল। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে এক লাখেরও বেশি ভোটে হারিয়েছিলেন রাহুল গান্ধী। কিন্তু শেষবার ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই আমেথি কেন্দ্রে স্মৃতি ইরানির কাছে ৫৫ হাজারের বেশি ভোটে হেরে যান রাহুল। যদিও গত নির্বাচনে আমেথির পাশাপাশি কেরলের ‘ওয়েনাড’ কেন্দ্র থেকেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাহুল। সিপিআই প্রার্থী পিপি সুনিরকে ৪ লাখ ৩১ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে লোকসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন রাহুল গান্ধী।
আমেথি কেন্দ্রে শেষ পর্যন্ত রাহুল প্রার্থী হলে ফের একবার স্মৃতি ইরানির মুখোমুখি হতে হবে। কারণ ইতোমধ্যেই ওই কেন্দ্র থেকে দলীয় প্রার্থী হিসেবে স্মৃতি ইরানির নাম ঘোষণা দিয়েছে বিজেপি।
অন্যদিকে আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বেরেলি কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী ভদরা। অন্তত এমনটাই জল্পনা। আমেথির মতো রায়বেরেলি কেন্দ্রটিও কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত। ২০০৪, ২০১৪ এবং ২০১৯ সালে পরপর তিনবার ওই আসনটিতে জিতেছেন সোনিয়া। এমনকি শেষবার ২০১৯ সালের নির্বাচনে দেশজুড়ে কংগ্রেসের অত্যন্ত খারাপ ফলের মধ্যেও রায়বেরেলি আসন আসনটি নিজের দখলে ধরে রাখতে পেরেছিলেন তিনি। এই কেন্দ্র থেকেই প্রয়াত ইন্দিরা গান্ধী তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
সম্প্রতি এই লোকসভা কেন্দ্রের সাংসদ সোনিয়া গান্ধী রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। ফলে মায়ের ছেড়ে যাওয়া আসনটিতে এবার প্রিয়াঙ্কা লড়তে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে। আর তাই যদি হয়, তবে এটাই হবে তার প্রথম নির্বাচনী লড়াই। কারণ, গত ২০১৯ সালের নির্বাচনে বারাণসী কেন্দ্রে মোদির বিরুদ্ধে প্রিয়াঙ্কার দাঁড়ানোর জল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন