রংপুরের পীরগঞ্জে ধর্মীয় শিক্ষার আলো ছড়াচ্ছে জাফরপাড়া মাদরাসা
রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া দারুল উলুম বহুমুখী কামিল মাদরাসাটি ইসলাম ধর্মীয় শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। প্রতি বছরই শত শত শিক্ষার্থী এই মাদরাসা থেকে উচ্চ শিক্ষা শেষ করে নৈতিক জীবনে প্রবেশ করছে। মাদরাসাটির শিক্ষার্থীরা তাদের এবং মানুষের জীবন-সংসারে ইতিবাচক ভূমিকা রাখছে। ফলে প্রতি বছরই এখানে শিকর্থীর সংখ্যা বেড়েই চলছে।
মাদরাসা কর্তৃপক্ষের সুত্রে জানা গেছে, ১৯৪৭ খ্রীস্টাব্দের ১ জানুয়ারি পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া গ্রামের কয়েকজন সমাজসেবক ও শিক্ষানুরাগী জাফরপাড়া দাখিল মাদরাসা প্রতিষ্ঠা করেন।
পীরগঞ্জ-খালাশপীর সড়ক সংলগ্ন জাফরপাড়া নামকস্থানে প্রতিষ্ঠিত মাদরাসাটি পর্যায়ক্রমে আলিম, ফাযিল ও কামিল (এম.এ মানসম্মত) পর্যায়ে উন্নীত করা হয়। সে সময়ের প্রতিষ্ঠাতারা হলেন, মরহুম আলহাজ্ব মহি উদ্দিন সরকার, মরহুম আলহাজ্ব মছির উদ্দিন সরকার, মরহুম মাহতাব উদ্দিন সরকার, মরহুম মজিবর রহমান সরকার, মরহুম মমদেল হোসেন সরকার এবং আলহাজ্ব মোঃ শাহানুর আলম সরকার। তাদের আন্তরিক প্রচেষ্টা এবং অধ্যক্ষের কর্মতৎপরতায় ৪টি বিষয়ে কামিল পড়াশোনা চলছে।
সুত্রে আরও জানা গেছে, বিগত ১৯৫৬ খ্রিস্টাব্দের ১ জুনে আলিম স্তর; ১৯৫৭ খ্রিস্টাব্দের ১০ জুন ফাজিল স্তর এবং ১৯৯৪ খ্রিস্টাব্দের ১ জুলাই কামিল স্তরে (হাদিস বিভাগ) উন্নীত করা হয়। তারপর ২০০০ খ্রিস্টাব্দের ১ জুলাই কামিলপর্যায়ে তাফসির, ফিকাহ ও আদব বিভাগ খোলা হয়। বর্তমানে মাদরাসায় ৪ টি বিষয়ে কামিল (এম.এ) পড়ানো হচ্ছে। মাদরাসাটির অধ্যক্ষ আবু নছর মো: সামছুল ইসলাম একটানা প্রায় ৪২ বছর অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। তিনি এই সময়ে মাদরাসাটিকে উন্নতমানের একটি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত করেন।
মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা সুপার ছিলেন মাওলানা মোঃ সেকেন্দার আলী। তারপর তোফায়েল আহমেদ, এনায়েত আলী, ইয়াকুব আলী, আব্দুর রহমান, আবু সালেহ, আব্দুর রহমান সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে আলিম পর্যায়ে উন্নীত হলে আবু নছর মোঃ শামসুল ইসলাম ১৯৬৩ খ্রিস্টাব্দ থেকে ২০০৫ খ্রিস্টাব্দ পর্যন্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
মোঃ আব্দুর রহিম মিয়া অধ্যক্ষ হিসেবে এক্স হয় চন্দ্রের থেকে খ্রিস্টাব্দ পর্যন্ত দায়িত্ব পালন করেন মোহাম্মদ নজরুল ইসলাম ১২ খ্রিস্টাব্দে থেকে আসছে
প্রতিষ্ঠার পর থেকেই ইসলাম ধর্মীয় শিক্ষার আলো বিলিয়ে যাচ্ছে জাফর পাড়া দারুল উলুম বহুমুখী কামিল মাদ্রাসাটি। বর্তমানে মাদ্রাসায় হাদিস, তাফসির, ফিকাহ ও আদব এই চারটি বিষয়ে কামিল পাঠদান করা হচ্ছে। কামিলে ২’শ ৫০ জন শিক্ষার্থী পড়ালেখা করছে।
মাদরাসার উপাধ্যক্ষ আব্দুর রহিম মিয়া বলেন, মাদরাসা থেকে শিক্ষা গ্রহনের পর অসংখ্য শিক্ষার্থী আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তাদেরকে দেখলে মনটা ভরে যায়।
মাদরাসার অন্যতম প্রতিষ্ঠাতা আলহাজ্ব শাহনুর আলম লেলিন বলেন, আমার বাবা (মরহুম) মমদেল সরকার সহ অত্র এলাকার অনেক মানুষ ধর্মীয় শিক্ষার প্রসারে অক্লান্ত পরিশ্রম করেছেন। তাদের পরিশ্রমের কারনেই আজকে জাফরপাড়া দারুল উলুম কামিল মাদরাসাটি আলো বিলিয়ে যাচ্ছে।
মাদ্রাসাটির অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, পীরগঞ্জ তথা গোটা উত্তরবঙ্গে জাফরপাড়া দারুল উলুম বহুমুখী মাদ্রাসাটি ধর্মীয় জ্ঞান বিতরণ করে আসছে। মাদ্রাসা শিক্ষার প্রতি মানুষের যে নেতিবাচক ধারণা, তা নিছক ভুল ধারণা। কারণ ধর্মীয় শিক্ষার শিক্ষিত হলে মানুষ নৈতিক জ্ঞান অর্জন করতে পারে। তারা সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন