যশোরের কেশবপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মফিজের উঠান বৈঠক অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/03/IMG_20240315_230752-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কেশবপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ প্রতিদিন গণসংযোগ ও উঠান বৈঠক অব্যাহত রেখেছেন।
শুক্রবার (১৫ মার্চ) বিকালে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মফিজুর রহমান মফিজ উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দক্ষিণ-পশ্চিম পাড়ায় এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
মঙ্গলকোট বাসস্টান্ড জামে মসজিদের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক টিপু সুলতানের পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আল আলাল দিলু, যুগ্ম-আহ্বায়ক আল হেলাল সরদার, সাংবাদিক ইব্রাহীম রেজা, আওয়ামী লীগনেতা তবিবর রহমান প্রমুখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন