ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়
দুই দিনের সফরে আজ ঢাকা এসেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। আজ রবিবার সকালে হযরত শাহজালাল (রা.) বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট সচিব মাসুদ বিন মোমেন।
মাউরো ভিয়েরার সফরে দুই দেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারক সই হবে। এটাই ব্রাজিলের কোনও পররাষ্ট্রমন্ত্রীর প্রথমবারের মতো বাংলাদেশ সফর। সফরসূচি অনুসারে, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী তার ঢাকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।
সফরে ক্রীড়া সহযোগিতা সমঝোতা স্মারক, কৃষি খাতে সমঝোতা স্মারক এবং প্রতিরক্ষা খাতে সমঝোতা স্মারক সই হবে। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ২৪ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকা সফরে এসেছেন। তারা বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন