মানিকগঞ্জের সিংগাইরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন
“এসো হে বৈশাখ এসো হে, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা” এ শ্লোগানে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা চত্ত্বরে বর্ষবরণ উপলক্ষে অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে এক মঙ্গল শুভযাত্রা বের হয়ে বাস স্ট্যান্ড প্রদক্ষিণ করে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু, উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শারমিন আক্তার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাইয়ুম খান, ওসি জিয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সায়েদুল ইসলাম, সিংগাইর সরকারি কলেজের অধ্যক্ষ নুরুদ্দীন, ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু আবুল হোসেন, জাহিদুল ইসলাম ভূইয়া, রমজান আলী, গাজী কামরুজ্জামান, জেলা পরিষদ সদস্য তমিজ উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: রমিজ উদ্দিন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, সরকারী -বেসরকারী বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকমন্ডলি ও,ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
পরে সিংগাইর সরকারি কলেজের অধ্যাপক বেনীমাধব সরকারের সঞ্চালনায় উপজেলা শিল্পকলা একাডেমির বিভিন্ন শিল্পীদের অংশগ্রহণে নববর্ষ উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিল্পীদের মধ্য থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের পর বাঙ্গালির ঐতিহ্য পান্তা-রুই খাবার শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, বর্ষবরণ অনুষ্ঠানে গান পরিবেশন করেন সিংগাইর থানার ওসি মোঃ জিয়ারুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শারমিন আক্তার, ইউপি চেয়ারম্যান আব্দুল মাজেদ খান ও মোঃ কামরুজ্জামান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন