লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু নির্বাচিত
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের নির্বাচনে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন লিয়াকত হোসেন বাচ্চু (কাপ পিরিচ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান মশিউর রহমান মামুনের (ঘোড়া)। লিয়াকত হোসেন বাচ্চু ৩৪,৯০৩ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হলেন। মশিউর রহমান মামুনের প্রাপ্ত ভোট ছিল ৩৩,৪৮১।
এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শারমিন সুলতানা সাথী (কলস) (৪২৯৭১)। পুরুষ ভাইস চেয়ারম্যানের নির্বাচিত হলেন আলাউদ্দিন নিয়া মাইক মার্কা (২১১০০)।
বুধবার (৮ মে) রাতে হাতীবান্ধা উপজেলা রিটার্নিং কর্মকর্তা রাশেদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। নব-নির্বাচিত চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হাতীবান্ধা উপজেলার ৭২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গননা শেষে রাতে হাতীবান্ধা রিটার্নিং কর্মকর্তা ৭২টি ভোট কেন্দ্রর ফলাফল ঘোষণা করেন। হাতীবান্ধা উপজেলায় চেয়ারম্যান পদে মোট চারজন প্রার্থী অংশগ্রহন করে।
ফলাফলে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগ সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু (কাপ পিরিচ) নিয়ে ৩৪ হাজার ৯০৩টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী মশিউর রহমান মামুন পেয়েছেন ৩৩ হাজার ৪৮১ ভোট।
এছাড়াও পাটিকাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহানা ফেরদৌসী সীমা আনারস প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৩৭টি ভোট ও মোটরসাইকেল প্রতীকের রেজাউল করিম সরকার রাজু পেয়েছেন ৬৩৯ ভোট।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন