জামালপুরে ধান চাল ল সংগ্রহ অভিযান শুরু
জামালপুর সদর আসনের এমপি মো: আবুল কালাম আজাদ ধান চাল সংগ্রহ অভিযান উদ্ভোধন করেন। উক্ত অভিযান উনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামলীগের শ্রম বিষয়ক সম্পাদক মো: আওলাদ হোসেন খসরো, অধ্যাপক সুরুজ্জামান ও ইসরাত আহমেদ সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা সিংহজানী এলএসচি-১।
মো: আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন, এবার জামালপুর সদরের বরাদ্দকৃত লক্ষ্যমাত্রা=১৭,১১২ মে. টন। এর মধ্যে সিংহজানী এলএসচি বরাদ্দকৃত লক্ষমাত্রা ১১,৬৭০ মে.টন এবং পিয়ারপুর এলএসচি র বরাদ্দকৃত লক্ষ্যমাত্রা ৫৪৪২ মে. টন। এতে মিল সংখ্যা= ৯৩ টি।
প্রতি কেজি চালের সংগ্রহ মূল্য=৪৫ টাকা। এদিকে বোরো আতপ চাল সংগ্রহ জামালপুর সদরের বরাদ্দকৃত লক্ষমাত্রা= ২৬৪ মে. টন। প্রতিকেজি আতপ চালের সংগ্রহ মূল্য= ৪৪ টাকা। এ ছাড়া বোরো ধান সংগ্রহ জামালপুর সদরের লক্ষ্যমাত্রা= ৩,৪৩৩ মে. টন।
এর মধ্যে সিংহজানী এলএসচি বরাদ্দকৃত লক্ষমাত্রা= ২৫৭৪.৭৫০ মে. টন এবং পিয়ারপুর এলএসচি র বরাদ্দকৃত লক্ষ্যমাত্রা= ৮৫৮.২৫০ মে. টন। এতে প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য= ৩২ টাকা এবং প্রতি মন ১২৮০ টাকা। এদিকে গম সংগ্রহের জন্য জামালপুর সদরের বরাদ্দকৃত লক্ষমাত্রা= ৫৯ মে. টন। এতে প্রতি কেজি গমের সংগ্রহ মূল্য= ৩৪ টাকা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন