ইসি সচিব হলেন শফিউল আজিম, জননিরাপত্তায় জাহাঙ্গীর আলম
অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে সচিব হলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) শফিউল আজিম। পদোন্নতি দিয়ে তাকে নির্বাচন কমিশন সচিবালয়ে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) শফিউল আজিমকে পদোন্নতি দিয়ে সচিব করা হলো। তাকে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
শফিউল আজিম জননিরাপত্তা বিভাগের সচিবের সদ্য দায়িত্ব পাওয়া মো. জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হবেন।’
জাহাঙ্গীর আলম জননিরাপত্তা বিভাগে পদায়নের আগ পর্যন্ত ইসি সচিবের দায়িত্ব পালন করেছেন।
শফিউল আজিমের গ্রামের বাড়ি কক্সবাজারে। ২০২২ সালের ডিসেম্বরে তিনি বাংলাদেশ এয়ার লাইনসের এমডি হন। ১৯৯৫ সালে তিনি ১৫তম বিসিএস প্রশাসন ক্যাডারে কর্মজীবন শুরু করেন। তিনি সাভারে লোক প্রশাসন প্রশিক্ষণ ইনষ্ঠিটিউটের উপ-পরিচালক ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন