দিনাজপুরের বীরগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ
দিনাজপুরের বীরগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা ট্রাস্কফোর্স সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সহযোগিতায় শুক্রবার (৩১ মে) সকালে উপজেলা মিলনায়তনে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রশিক্ষণে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তরিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ ওয়ার্দাতুল আকমাম, বীরগঞ্জ থানার এসআই মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার পরিতোষ কুমার সরকার।
সহকারী শিক্ষক মোঃ আবুল কাশেম, সাংবাদিক মোঃ সিদ্দিক হোসেন, বীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তামিম আহমেদ প্রমুখ।
এর আগে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক,সাংবাদিক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন