যাত্রাবাড়ীর স্মরণী খাল দৃষ্টিনন্দন করার দাবি জানালো সবুজ আন্দোলন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান মেয়রের দায়িত্ব পালনের ৪ বছর শেষ হলেও উল্লেখযোগ্য কোন কাজ এখনো বাস্তবায়ন করতে পারেনি । নির্বাচনী ইশতেহারে খাল ও নদী পুনরুদ্ধারের পাশাপাশি সবুজায়ন করার ঘোষণা থাকলেও যা উপেক্ষিতেই রয়েছে। আজ ৭ জুন সকালে ঢাকা দক্ষিণের যাত্রাবাড়ী থানার জিয়া স্মরণী খাল পুনরুদ্ধার ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন যাত্রাবাড়ী থানা শাখা।

ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক ও যাত্রাবাড়ী থানার সমন্বয়কারী সাবেক ছাত্রনেতা সৈয়দ আবুল হোসেন বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম বাবু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি সেলিনা চৌধুরী, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পলাশ, দৈনিক আলোকিত বাংলাদেশের সহ-সম্পাদক মাহমুদ সালেহীন, জনতা বাগ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আজহার হোসেন, ৬০ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সনি ভূষণ তত্ত্ব।

প্রধান অতিথি আব্দুস সালাম বাবু তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করছে। তবে ঢাকা শহর যেহেতু অধিক সংখ্যক লোকের বসবাসে জর্জরিত পরিবেশ বজায় রাখা খুবই কঠিন কাজ। মাননীয় মেয়র মহোদয়ের কাছে তিনি জিয়া স্বরণী খাল দখল মুক্ত রাখা ও এলাকার পক্ষ থেকে খালপাড় দৃষ্টিনন্দন করতে মাননীয় মেয়রকে অনুরোধ জানাচ্ছি।

প্রধান আলোচক বাপ্পি সরদার তার বক্তব্য বলেন, সবুজ আন্দোলন নিয়মিত পরিবেশ বিষয়ক সভা-সেমিনার, মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। আজ যাত্রাবাড়ী থানার জিয়া স্বরণী খালের দুর্দশা দেখে মাননীয় মেয়রের কর্মকান্ডের প্রতি অসন্তুষ্টি পরিলক্ষিত হচ্ছে। মাঝে মাঝে তিনি মিডিয়াট্রাইলের জন্য উদ্বোধনী মূলক বিভিন্ন কার্যক্রম বিভিন্ন সময় গ্রহণ করে থাকেন। ফলপ্রসূ কোন কাজ এখন পর্যন্ত তিনি বাস্তবায়ন করতে পারেননি তার অন্যতম নিদর্শন জিয়া স্মরণী খাল। সংগঠনের পক্ষ খালপাড় জুড়ে থেকে ছোট পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়েছে। আগামীতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ওয়ার্ড পর্যায়ে ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। যেহেতু সবুজ আন্দোলনের নিজস্ব অর্থায়নে সকল কার্যক্রম পরিচালিত হয় কিছুটা আর্থিক সীমাবদ্ধতা থাকলেও নিয়মিত কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এলাকাভিত্তিক ছোট বড় শিল্প উদ্যোগ তারা পরিবেশ বান্ধব কর্মসূচি বাস্তবায়ন করলে আধুনিক ঢাকা শহর করা সরকারের জন্য সহজ হয়ে যেত। আগামী ছয় মাসের মধ্যে জিয়া সরণি খাল পার্ক দৃষ্টিনন্দন করে মেয়রের সদিচ্ছা জানান দিতে আহ্বান জানাচ্ছি।

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন যাত্রাবাড়ী থানা সদস্য রুমা আক্তার, আওলাদ হোসেন, রফিকুল ইসলাম, তাওহীদ আলম, হানিফ মাহমুদ প্রমূখ।