মঠবাড়িয়ায় আরিফুর রহমান সিফাত পুনরায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায আরিফুর রহমান সিফাত পুনরায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। ১১টি ইউনিয়নের ৮৮টি ভোটকেন্দ্র থেকে টিউবওয়েল প্রতীকে ৪৮ হাজার ৭ শত ১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি।তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ সিদ্দিকুর রহমান (বাদশা) পেয়েছেন ৩৬ হাজার ১ শত ৫১ ভোট।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে ফাহাদ আহমেদ পেয়েছেন ১২ হাজার ৭ শত ১৬ ভোট এবং হোসাইন মোশারেফ সাকু পেয়েছেন ১১ হাজার ৭ শত ৬৪ ভোট।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় ধাপের ভোট গ্রহনের তারিখ ছিল ২৯ মে। ঘুর্নিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া ওই নির্বাচন ৯ জুন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ২টি প্যানেলের মধ্যে আরিফুর রহমান সিফাত ছিলেন আনারস প্রতীকের প্রার্থী রিয়াজ উদ্দিন আহমেদের প্যানেলে।
অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্ধী সিদ্দিকুর রহমান বাদশা ছিলেন দোয়াত কলম প্রতীকের প্রার্থী বায়জিদ আহমেদ খানের প্যানেলে।
এ নির্বাচনে বায়জিদ আহমেদ খান উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেও ভাইস চেয়ারম্যান পদের দু’জন প্রার্থীই নির্বাচিত হন রিয়াজ উদ্দিন আহমেদের প্যানেল থেকে।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাহেরুন নেছা কলস প্রতীকে ৪৮ হাজার ৩ শত ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্ধী সানজিদা আক্তার প্রজাপতি প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৬ শত ভোট।
এছাড়াও আরিফা সুলতানা হাঁস প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৬ শত ৭২ ভোট এবং মোসাঃ মাকসুদা আক্তার ফুটবল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৬ শত ২৪ ভোট।
২ লাখ ২৬ হাজার ২ শত ২১ জন ভোটারের মধ্যে ১ লাখ ৯ হাজার ৩ শ ১৪ জন ভোটার এ নির্বাচনে তাদের মূল্যবান ভোট প্রয়োগ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন