জমে উঠেছে কলারোয়া ছাগলের হাট, ক্রেতা ও বিক্রেতাদের ভিড়
মুসলিম সম্প্রদায়ের দরজায় কড়া নাড়ছে যাচ্ছে ঈদুল আযহা কুরবানীর ঈদ। আগামি ১৭ জুন সোমবার ঈদ অনুষ্ঠিত হবে।
ঈদকে সামনে রেখে কলারোয়া উপজেলায় পেীর সদরের ছাগলের হাট জমজমাট। ক্রেতা বিক্রেতা উপস্থিতিতে সরাগরম হয়েছে উঠেছে হাটের পরিবেশ। বেচাকেনা, সেই সাথে দর কষাকষি। ছিল ক্রেতা বিক্রেতাদের উপছে পড়া ভিড়। শুক্রবার ১৪ জুন কলারোয়া ছাগলের বাজার ঘুরে এমনটাই চোখে পড়ে।
সপ্তাহে শুক্রবার ও সোমবার এই দুই দিন থাকে হাটবার। তবে অন্যান্য দিনের তুলনায় ঈদকে সামনে রেখে আশপাশের এলাকা থেকে বাজারে বিক্রয়ের জন্য আনা হয় শত শত ছাগল।
সাতক্ষীরার বড় বেপারী আক্কাস, দেয়াড়া গ্রামের ছাগলের বেপারী শিলন, ইমাম হোসেন বিল্লাল বিক্রতা জানান, কুরবানী ঈদের সময় আমরা কিছু বড় ছাগল কিনে বিক্রি করি আজ আমরা ছয়টি খাসি ছাগলটি এনেছি। একটু ভাল দামে বিক্রয়ের জন্য। ৪৫ হাজার টাকা চাচ্ছি তবে এখন পযর্ন্ত ৩২ হাজার দাম উঠেছে। চাহিদা মত দাম পেলে ছেড়ে দেব।
অপরদিকে শফিকুল ইসলাম নামে একজন বিক্রেতা বলেন, আমি প্রতিবছর শখের বশত একটি করে খাসি ছাগল পালি, কিন্তু আজ সেই শখের ছাগলটি হাটে নিয়ে এসেছি, ভালো দাম পাবো বলে আশা করি।
হাসানুর নামের এক ক্রেতা বলেন, দাম তো একটু বেশি চাওয়া হচ্ছে। দর কষাকষি করলে ক্রয় করা সম্ভব।
স্থানীয়রা জানান, অন্য সময়ের তুলনায় এবার ঈদের বাজার বেশ জমে উঠেছে। দাম একটু বেশি। তাই দর-দামে মিলে গেলে কিনে নিচ্ছেন অনেকেই। সামনে আর একটা হাট পাওয়া যাবে না তাই অনেকেই আজই কেনার চেষ্টা করছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন